শাখাওয়াত হোসেন,ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন জমির মালিক ইয়াসিন নামে এক ব্যক্তি। মাটি চুক্তিতে নিচ্ছেন ভেকু ও ট্রলি গাড়ির মালিক হাচান। উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তার পাশে ফসলি জমিতে পুকুর খনন করে দেওয়ার নামে ভেকু গাড়ী দিয়ে মাটি কেটে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করছে।
জমির মালিক মো. ইয়াছিন ও ভেকু গাড়ীর মালিক হাচান বলেন, চেয়ারম্যান ও স্কুলে কিছু মাটি দিয়েছি। ইয়াছিন বলেন মাটি কাটার বিষয় প্রশাসন জানে পুলিশ ও এসেছিল।
সালথা উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. সালাউদ্দিন আইউবি বলেন, আমাকে অবগত করেছেন আমি মাটি কাটার স্থানে গিয়ে অবৈধ ভাবে ফসলি জমি থেকে মাটি কাটা ও বিক্রি করার বিষয় তদন্ত করে সত্যতা পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
০ views