রবিউল হাসান রাজিব,ফরিদপুর : “মুজিব বর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এ শ্লোগান নিয়ে ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় ভোক্তা অধিকার দিবস।
এ উপলক্ষে ১৫ই মার্চ সোমবার ফরিদপুর জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিদপ্তর ও ক্যাব এর যৌথ আয়োজনে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ৯.৩০ টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে একটি শোভাযাত্রা জেলা প্রশাসন এরিয়া প্রদক্ষিণ করে।
রেলীটির উদ্ভোদন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তাসলীমা আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, প্রফেসর মোঃ শাহাজাহান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোঃ মোশারফ আলী, সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বণিক সমিতির সভাপতি মোঃ মাসুদুল হক, জেলা স্যানিটারী ইন্সপেক্টর বজলুর রশিদ খান, জেলা ক্যাব সভাপতি শেখ ফয়েজ আহমেদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।
অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্ট করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোঃ সোহেল শেখ।
সভায় বক্তারা বলেন প্লাস্টিক দূষণ রোধে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে। আমরা পরিবেশ দূষণ রোধে সর্বস্তরের সচেতনতা বৃদ্ধিতে একসাথে কাজ করতে পারি।