রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১ | ২৪ জমাদিউস সানি ১৪৪৬
ফরিদপুরে সেকেন্দার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
মো. সাখাওয়াত হোসেন ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের সেকেন্দার মোল্লার হত্যাকারী কুখ্যাত ভূমিদস্যু আতিয়ার রহমান বুলু মোল্লা ও তার পরকিয়া প্রেমিকা হাফিজা বেগমসহ তাদের সহযোগীেদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়।আজ সোমবার (১৪ জুন) সকালে আলগী ইউনিয়ের চরকান্দা গ্রামের প্বার্শবর্তী সড়কে দাঁড়িয়ে এ মানববন্ধন পালন করেন স্থানীয়রা।মানববন্ধনে উপস্থিত ছিলেন আলগী ইউনিয়নের চেয়ারম্যান মো. কাওছার ভুইয়া, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা, অবসর প্রাপ্ত এ. এস. পি মো. ইমারত হোসেন, সাবেক ইউপি সদস্য মো. জমির উদ্দিন মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত মামলার তদন্তকারী অফিসার এস. আই আজাদ জানান, বাদী হাফিজার সঙ্গে ঐ এলাকার প্রভাবশালী বুলু মোল্লার দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিলো। সেই সুযোগ নিয়ে বুলু মোল্লা ও তার প্রতিপক্ষদের ফাঁসাতে প্রেমিকা হাফিজার স্বামীকে হত্যাকরার পরিকল্পনা করে। পুলিশের জিজ্ঞাসাবাদে খুনীরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকারকরে এক লোমহর্ষক হত্যাকান্ডের বর্ণনা দেন। এস.আই আজাদ আরো জানান, হত্যাকারীরা ফরিদপুর সিনিয়র ম্যাজিস্ট্রেটের আদালতে হত্যার ঘটনা স্বীকার করে জবান বন্দী দিয়েছেন।আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ২০২০ খ্রীস্টাব্দ রাতে চরকান্দা নিবাসী সেকেন্দার (৫০) খুন হন। এর ঠিক ২দিন পর ২৭ অক্টোবর নিহতের স্ত্রী হাফিজা বেগম বাদী হয়ে প্রেমিকা বুলু মোল্লার প্রতিপক্ষ খোকন মোল্লা ও খলিল মোল্লাগংদের অাসামী করে ভাঙ্গা থানায় একটি হত্যামামলা দায়ের করেন।পরবর্তীতে এ ঘটনায় পুলিশ তদন্ত করে প্রায় ৬মাস পরে মূল রহস্য উৎঘাটন করতে সক্ষম হন। তদন্তের সূত্রধরে গত ৮ জুন ২০২১ তারিখে খুনী আতিয়ার রহমান বুলু মোল্লা ও তার ছেলে সম্রাট কে পুলিশ গ্রেফতার করে কোটে প্রেরণ করেন। বুলু মোল্লার তথ্য অনুযায়ী ৯ জুন শাহমুল্লকদী গ্রাম থেকে তার প্রেমিকা হাফিজা বেগম এবং তার ছেলে হোসাইনকে আটক করে ভাঙ্গা থানা পুলিশ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.