রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
ফরিদপুর ইয়াবা এবং ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আট-০২
রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর হতে ইয়াবা এবং ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। এ মাদকাসক্তি নির্মূল করার জন্য সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৩ সেপ্টেম্বর গভীর রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন শিবরামপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।পরবর্তীতে তাদের নাম ও ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের নাম ও ঠিকানা ০১। মোঃ আজম শেখ (২৮), পিতা- মোঃ মোয়াজ্জেম শেখ, ০২। মোঃ তোহিদুল ইসলাম (২৬), পিতা-মৃত মোসলেম শেখ, উভয় সাং-শিবরামপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে স্বীকার করে।এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ২২০ (দুইশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৫৩ (তেপ্পান্ন) বোতল ফেন্সিডিল এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩ টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১,৫০০/- টাকা জব্দ করা হয়।আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করলে, তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছে।উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.