রবিউল হাসান রাজিব, ফরিদপুর জেলাঃফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২১-২২ এর বিভিন্ন পদে নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১শে মার্চ ২০২১ রবিবার বিকেল ৪ টায় ফরিদপুর জেলা আইনজীবী ভবনের তৃতীয় তলায় এ অনুষ্ঠান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এ শপথ গ্রহণ অনুষ্ঠানে নির্বাচিতদের শপথ পাঠ সম্পূর্ণ করেন ২০২১-২২ ফরিদপুর জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী দীনেশচন্দ্র দাস।
শপথ বাক্য পাঠ করেন জেলা আইনজীবী সমিতির ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত সভাপতি এ্যাড. এ ও এন খালেদ, সাধারণ সম্পাদক এ্যাড. জসিমউদদীন মৃধা জসিমসহ বিভিন্ন পদে বিজয়ীগণ শপথ বাক্য পাঠ করেন।
এ সময় নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালনকারী সিনিয়র আইনজীবী দীনেশচন্দ্র বলেন আইন পেশায় নিয়োজিত থাকায় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মামলার কাজে যথাযথ দ্বায়িত্ব পালন করতে হবে। মামলার বিষয়ে সাধারণত বাদী-বিবাদীদের যে সমস্যা আছে তার সুষ্ঠু ভূমিকা নিতে হবে। বিচারকের কাছে আইনের শাসন ব্যবস্থা হিসেবে যুক্তি ও প্রমাণসমূহের তথ্য তুলে ধরতে হবে।
৪ views