রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১৯ মার্চ ২০২৫ | ৫ চৈত্র ১৪৩১ | ১৮ রমজান ১৪৪৬
ফরিদপুর বাজারে অগ্নিকান্ডে পুড়েছে ৯টি দোকান
রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ফরিদপুর সদর উপজেলার পিঠা-কুমড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৯টি দোকান।
৪ঠা জুন শুক্রবার দিবাগত রাত ১টার সময় এই ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে দোকানের বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুন মূহূর্তের মধ্যে ছড়িছে পড়লে ডাল ব্যবসায়ী সুবল সাহা, নির্মল সাহা, এনায়েত মল্লিক, মতি মল্লিক, ইসলাম মল্লিক, মজিবর মল্লিকসহ আশে-পাশের ৯টি দোকান ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও স্থানীয়রা প্রায় ২ ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রেনে আনে। অগ্নিকান্ডে পঞ্চাশ লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে স্থানীয়রা।ফরিদপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার মোস্তফা ফকির জানান, প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। দোকানের বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে বলা যাবে বলে তিনি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.