রবিউল হাসান রাজিব ফরিদপুর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে মুজিব শতবর্ষের উপহার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় প্রকল্পের ঘরে বসবাসরত অসহায় দুঃস্থ পরিবারের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে দুইশত পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।”জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১” উদযাপন উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম।এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নূরুন্নাহার বেগম।এ সময় সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের মৃত্যুর করুন কাহিনি ব্যক্ত করেন। তিনি এসময় উপস্থিত সাধারণ ব্যক্তিবর্গকে উদ্দেশ্য করে বলেন আমরা সকলেই মানুষ, কিন্তু শেখ রাসেলের মত আপনাদের পরিবারে ঘটলে কতটা কষ্ট পেতেন অনুভব করে দেখেন। আজ শেখ রাসেল বেঁচে থাকলে এদেশ আরো এগিয়ে যেত এবং তার বয়স হত ৫৮ বছর। সে দেশ ও জাতির জন্য অনেক কিছু করতে পারতো। সে অনেক মেধাবী ছিল। তিনি ছাড়াও তার পরিবারের সকলকেই হত্যা করেছে ঘাতকরা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সে সময় দেশের বাহিরে থাকায় প্রানে বেঁচে যান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজ্জাক মোল্লা বলেন, শুভ শুভ শুভদিন, শেখ রাসেলের জন্মদিন। শেখ মুজিবুর রহমানের পরিবারের উপর নিষ্ঠুর হত্যাযজ্ঞ ঘটনার বিচার হয়েছে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিচার কার্যক্রম বাস্তবায়ন করেছেন।
২ views