নিজস্ব প্রতিবেদক
ভ্যাট গোয়েন্দা নিরীক্ষায় বেরিয়ে আসা ফাঁকি দেয়া প্রায় আট কোটি টাকা পরিশোধ করেছে পূবালী ব্যাংক।
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের (মূল্য সংযোজন কর) মহাপরিচালক ড. মইনুল খান বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
ভ্যাট গোয়েন্দা পূবালী ব্যাংকের ২০১৭-২০১৯ মেয়াদে বিশেষ নিরীক্ষা করে দেখতে পায়, বিভিন্ন খাতে সাত কোটি ৯০ লাখ টাকার ভ্যাট অপরিশোধিত রয়েছে।
এই অনিয়মের মধ্যে রয়েছে-নিয়মবহির্ভূত রেয়াত ৩৭ লাখ ৪১ হাজার টাকা। বিভিন্ন খাতে উৎসে ভ্যাট কর্তন করলেও তা জমা দেয়া হয়নি-এমন ছয় কোটি ৫ লাখ টাকা। সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী দুই শতাংশ হারে সুদবাবদ এক কোটি ৪৫ লাখ টাকা।
ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দলের দাবি উত্থাপনের পর্যায়ে পূবালী ব্যাংক স্বপ্রণোদিত হয়ে আজ ট্রেজারি চালানের মাধ্যমে এই ভ্যাট পরিশোধ করেছে বলে জানান মইনুল খান।
ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক খাজাহ আহমেদ তালুকদারের নেতৃত্বে এই নিরীক্ষাটি সম্পন্ন হয়।
এর আগেও পূবালী ব্যাংক ভ্যাট গোয়েন্দার নিরীক্ষণে উদ্ঘাটিত ১২ কোটি ৩০ লাখ টাকার ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়েছিল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]