ফিনল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইউরোতে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে রাশিয়া। এই জয়ে ইউরোতে ৮ বছর পর কোন ম্যাচ জিতলো রাশিয়া।
বুধবার প্রথমার্ধের শেষে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আলেকসেই মিরানচুক ফিনল্যান্ডের ডি বক্সের ডান প্রান্ত দিয়ে ঢুকে বাঁ পায়ের বাকানো শটে পরাস্ত করেন ফিনিশ গোলকিপার লুকাস হ্রাদেকিকে। ইনজুরি টাইমে করা মিরানচুকের দুর্দান্ত এই গোলটিই অবশেষে রাশিয়াকে জয় এনে দেয়।
বলের দখল, গোলমুখে শট, পাসের সংখ্যা- সবদিকেই যোগ্য দল হিসেবে জিতেছে স্তানিস্লাভ চেরচেসভের শিষ্যরা। যদিও নিজেদের জয়কে আরও সহজ করা ও ব্যবধান বাড়ানোর অনেক সুযোগ পেয়েছিল রাশিয়া। ম্যাচের ৩২ মিনিটে ডালার কুযায়েভের শট দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক লুকাস হ্রাদেকি। এ ছাড়া রাশান তালিসম্যান আরদেম জিউবার শট গিয়ে বারে লাগলে ন্যূনতম ব্যবধানেই ম্যাচ জেতে রাশিয়া।
তবে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফিনল্যান্ডের স্ট্রাইকার পুক্কি ও পোজানপালোদের।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]