আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি: চাঞ্চল্যকর ফিমা হত্যা মামলার আসামি কাজী সাগরসহ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান ও যুবলীগ নেতা কাজী মনিরুল হক নামের স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে এইচ পি আর নিউজ নামের একটি ভারতীয় গণমাধ্যমের মাধ্যমের বরাত দিয়ে তাদের গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এর আগে ২৭ মার্চ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজী মনির, মনিরের বড় ছেলে কাজী সাগর এবং সমুন্দী জাফর মিয়া। তবে গ্রেপ্তারের সময় কাজী সাগর নিজের পরিচয় গোপন করে আপন ছোট ভাই কাজী আকাশের নাম বলেছেন বলে জানিয়েছে ভারতীয় পুলিশ ও গণমাধ্যমকে।
কাজী সাগর সম্প্রতি রাজধানীর আজিমপুরে ফিমা হত্যাকাণ্ডের প্রধান আসামি বলে জানা গেছে।
Notifications