রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ফুলগাজীতে বিএনপির ত্রান সভায় ছাত্রলীগ,যুবলীগের হামলা
ফেনী প্রতিনিধিঃ- শুক্রবার (১ জুলাই) ফেনীর ফুলগাজীতে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে কেন্দ্রীয় নেতাদের ত্রাণ বিতরণের প্রস্তুতি সভায় ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের অন্তত ৩০ জন নেতা আহত হয়েছেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতারা। আহতদের ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন বলেন, এটি আমাদের কোন রাজনৈতিক প্রোগ্রাম নয়। আগামীকাল শনিবার (২ জুলাই) সকাল ১০টায় ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় বন্যাদুর্গতদের মাঝে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের ত্রাণ বিতরণের কথা ছিল। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেল ৫টায় ফুলগাজী উপজেলা পরিষদের সামনে আলম ফিলিং ষ্টেশনে বিএনপির, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এক প্রস্তুতিসভায় মিলিত হয়। ত্রাণ বিতরণের অনুষ্ঠান বানচাল করতে ফুলগাজী উপজেলা ছাত্রলীগ ও মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগের নেতারা হামলা চালিয়েছে।এসময় উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন( ৫৫), সদস্য সচিব আবুল হোসেন (৪৭), যুগ্ম আহবায়ক গোলাম রসুল গোলাপ (৫২) উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল হুদাশাহীন (৪৫), যুবদল নেতা দিদার (৪০), আকবর (৪২) ও শিমুল (৩৫) সহ মোট ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।অন্যদিকে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বাপ্পিকে বলেন, বিএনপির নেতাকর্মীরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নানা কটূক্তি ও আওয়ামীলীগের বিরুদ্ধে নানা অপপ্রচার করতেছিল। তাই তাদেরকে সেখান থেকে সম্মানের সহিত চলে যাওয়ার জন্য অবনুরোধ করা হয়েছে, এবং এ ধরনের বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে।অপরদিকে একই দিনে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ডাকায় ১৪৪ ধারা জারি করেছে ফুলগাজী উপজেলা প্রশাসন। শুক্রবার (১ জুলাই) দিবাগত রাতে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুন নাহার এই আদেশ জারি করেন। আদেশে উল্লেখ করা হয়, শনিবার (২ জুলাই) থেকে ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হলো।আদেশের ওই চিঠিতে আরো বলা হয়, ২ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগ, ফুলগাজী শাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফুলগাজী শাখা কর্তৃক ফুলগাজী সদর ইউনিয়নের দৌলতপুর গ্রামে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি গ্রহণ করে। একই সময়ে একই স্থানে উভয় দলের ত্রাণ বিতরণ কর্মসূচি থাকায় আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা রয়েছে মর্মে ফুলগাজী থানার অফিসার ইনচার্জ অবহিত করেন এবং উক্ত স্থানে আইনশৃঙ্খলা ভঙ্গের সমূহ সম্ভাবনা রয়েছে।অপরদিকে এ প্রসঙ্গে ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজুমদার জানান, বিএনপি নেতা-কর্মীরা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি নিজাম কোম্পানির ওপর হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সামান্য ধাওয়া-পাল্টা ধাওয়াসহ সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.