মুন্সী মেহেদী হাসান, ফুলতলা উপজেলা প্রতিনিধি: ফুলতলা উপজেলার অন্তর্গত ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির ঈদ পুণর্মিলনী ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে আফিলগেট এলাকার আমজাদ হোসেন বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এসময় বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলী গণহত্যার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং অনতিবিলম্ব যুদ্ধ বন্ধের আহবান জানান।
আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক - শেখ সাদী,মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান।
এসময় কাজী মিজানুর রহমান বলেন, আমাদের দেশে এমন একটা রাজনৈতিক সংগঠন ছিলো যাহারা কোলকাতায় বৃষ্টি হলে ছাতা ধরতেন বাংলাদেশে, তারা সবসময় তাদের প্রভুদের খুশি করার রাজনীতি করেছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। আমরা ভালোবাসার রাজনীতি করি তবে আমাদের কোনো বিদেশি প্রভূ নেই, আমরা দেশ এবং দেশের সেবায় জনগণের পাশে থাকতে রাজনীতি করি। আমাদের সকলের একতাবদ্ধ হতে হবে। আমরা একতাবদ্ধ থাকলে প্রতিষ্ঠিত হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের, সেই সাথে রাস্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়িত হবে। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খানজাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সাইফুল্লাহ তারেক, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন, বিএনপি নেতা ইসমাইল হোসেন বাবু, শরীফুল ফকির, রবিউল ফকির, রানা ফকির, সিরাজ সিকদার,মোসলেম মোল্লা ফরহাদ হোসেন, এস এম নাসির উদ্দীন, মোস্তাক আহমেদ সরদারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications