আলমগীর ইসলাম ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুরে আঞ্জুমানে হেমায়েতে ইসলামের পরিচালনা কমিটির নির্বাচন আগামি ২৫ জুলাই সোমবার। উক্ত নির্বাচনে শাহজাহান-বাসার আকন্দ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। শুক্রবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শাহজাহান-বাসার আকন্দ পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। ১৩০ জন ভোটারের মধ্যে প্রায় ৯০ জন ভোটারের উপস্থিতিতে শাহজাহান-বাসার আকন্দ পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়া হয়। আঞ্জুমানে হেমায়েতে ইসলামের পরিচালনা কমিটির নির্বাচনে শাহজাহান-বাসার আকন্দ প্যানেলে সভাপতি পদে মোঃ শাহজাহান (দেয়াল ঘড়ি), সাধারন সম্পাদক পদে মোঃ আবুল বাসার আকন্দ (বৈদ্যুতিক বাল্ব), কার্যকরী সদস্য পদে মোঃ আব্দুল খালেক (আম), মোঃ হাবিবুর রহমান (ফুটবল), আলহাজ্ব লুৎফর রহমান (গাভী), শাহ্ মোহাম্মদ আলী (হাঁস), আমিনুল ইসলাম তালুকদার (ক্রিকেট বেট) শাহ তাফাজ্জল হোসেন (তলোয়ার), মোঃ রফিকুল ইসলাম দুলাল (সিলিং ফ্যান), সাংবাদিক মোঃ খলিলুর রহমান (গোলাপ ফুল), হাবিবুর রহমান মড়ল (লাটিম), মোঃ আব্দুর রাজ্জাক (মাছ), মোঃ হারুন অর রশিদ (ঢেঁড়স), মিজানুর রহমান সংগ্রাম (আপেল) ও মীর আবু সাঈদ মোহাম্মদ নুরুদ্দীন (কলা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহজাহান-বাসার আকন্দ প্যানেলের ৬ জন প্রার্থী ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ-সভাপতি মোঃ আতাউল করিম রাসেল, সহ সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক, কোষাধ্যক্ষ মোঃ নুরুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার ও শিক্ষা বিষয়ক সম্পাদক এটিএম রবিউল করিম ও দপ্তর সম্পাদক মোঃ খালেদ জিন্নাহ মন্টু। এখন শুধু সভাপতি, সাধারন সম্পাদক ও ১৩ জন সদস্য পদে ভোট গ্রহণ হবে।ফুলপুরে আঞ্জুমানে হেমায়েতে ইসলামের পরিচালনা কমিটির নির্বাচনে শাহজাহান-বাসার আকন্দ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, সাবেক এমপি আবুল বাসার আকন্দ, উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সাবেক মেয়র মোঃ শাহজাহান, সাবেক মেয়র আমিনুল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, মোতালেব হোসেন দেওয়ান, বাদশা আলমগীর, সাংবাদিক মোঃ খলিলুর রহমান, আমিনুল ইসলাম তালুকদার, হাজী লুৎফর রহমান, শাহ মোহাম্মদ আলী, এটিএম রবিউল করিমসহ প্রতিদ্বন্দ্বি সকল প্রার্থী ও ভোটার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]