মোঃ আলমগীর ইসলাম ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহপ্রদান বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে এবার ফুলপুর ইউনিয়নের বাঁশতলা ও নাকাগাঁও গ্রামে ৮টি, রহিমগঞ্জ ইউনিয়নের দোয়াই গ্রামে ৭ টি ও বালিয়া ইউনিয়নের সলংগা গ্রামে ১৫টিসহ মোট ৩০টি গৃহের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে যা ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকারভোগীদের মাঝে হস্তান্তর করবেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ-জোহরা, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবীব ,ফুলপুর উপজেলা প্রকৌশলী মামুন -অর- রশিদ, ফুলপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, ফুলপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজিমুদ্দিন ও সাধারন সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।সভাপতির বক্তব্যে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার বলেন, এসব ঘর নিষ্কণ্টক ও গ্রোথ সেন্টারের পাশে দেওয়া হয়েছে এবং তাদেরকে বিনামূল্যে কবুলিয়ত, ডিসিআর ও সার্টিফিকেট দেওয়া হয়েছে। এমনকি ২০ জুন এসব ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তরের জন্যে বিদ্যুৎ ও পানীয়সহ সব ধরনের ব্যবস্থা সম্পন্ন হয়েছে।
৩ views