আলমগীর ইসলাম,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুরে ইমাম পরিবহনের একটি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পানিতে পড়ে যায়। এতে ১ জন নিহত ও আহত হয়েছে ১৫ জন। আজ ১১ মে বুধবার বেলা সারে ১২টার দিকে ফুলপুর উপজেলার ইমাদপুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।নিহত ব্যক্তির বাড়ি ধোবাউড়া উপজেলার সাপমারীকান্দা গ্রামের আব্দুল মান্নান (৪৫)। সে ইমাম পরিবহনের স্টাফ বলে জানা যায়।
জানা যায়, হালুয়াঘাট থেকে ঢাকাগামী ইমাম পরিবহনের (ঢাকা মেট্রো- ব ১২-০৩৩৩) একটি বাস ঢাকা-হালুয়াঘাট সড়কের ইমাদপুর নামকস্থানে ঢাকাগামী আরেকটি বাসকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ধানকাটার মেশিন বহনকারী একটি খোলা ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের পুকুরের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইমাম পরিবহনের স্টাফ আব্দুল মান্নানের (৪৫) মৃত্যু হয় এবং আরও ১৫ যাত্রী আহত হয়।
সংবাদ পেয়ে ফুলপুর থানা পুলিশ ও ফুলপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করেন। পরে ময়মনসিংহ থেকে রেকার এনে বিকাল ৩টার দিকে পানি থেকে বাস উঠিয়ে লাশ উদ্ধার করা হয়। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।বর্তমানে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।
৩২ views