আলমগীর ইসলাম ময়মনসিংহ জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ফুলপুরে শিশুদের মধ্যে শুভসংঘের ঈদ উপহার ময়মনসিংহের ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আজ রবিবার দৈনিক কালের কণ্ঠের শুভসংঘের সহায়তায় ৩০ জন অসহায় ও পথশিশুকে ঈদ উপহার দেওয়া হয়। ময়মনসিংহের ফুলপুর উপজেলার দৈনিক কালের কণ্ঠের শুভসংঘের সহায়তায় ৩০ জন অসহায় ও পথশিশুকে ঈদ উপহার দেওয়া হয়েছে। আজ রবিবার সকালে ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এসব উপহারসামগ্রী শিশুদের হাতে তুলে দেওয়া হয়।পথশিশু ও অসহায় পরিবারের মধ্যে ঈদের আনন্দ দিতে এ মহৎ কাজে শুভসংঘকে আর্থিকভাবে সহায়তা করেন ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বিসমিল্লাহ গার্মেন্টস ও খেলাঘরের মালিক মোস্তাফিজুর রহমান রামিম।পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের পাঞ্জাবি-পায়জামা, প্যান্ট, জামা, গেঞ্জিসহ বিভিন্ন ধরনের ঈদের পোশাক উপহার দেওয়া হয়। ঈদের পোশাক হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে শিশুরা।ফুলপুর ছনকান্দা এলাকার শিশু ফাহিম বলে, বাবার কামাই-রোজগার কম। জিনিসপত্রের যে দাম নতুন জামা কিনব কেমনে? আপনাদের সহায়তা তো পাইলাম।শুধু ফাহিম নয়, অনেক শিশুর পরিবার জানায়, বর্তমান বাজারে চাল-ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ায় ঈদে নতুন পোশাক কেনা সম্ভব হচ্ছে না।ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রামিম বলেন, শিশুদের হাসির চেয়ে সুন্দর আর কী রয়েছে। আমার সামান্য উপহার পেয়ে এসব শিশু যে খুশি হয়েছে, আমার কাছে এ হাসি অনেক সুন্দর দৃশ্য।শুভসংঘের এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদুর রহমান। উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের প্রতিনিধি মোস্তফা খান, উপজেলা শুভসংঘের সভাপতি জিয়াউর রহমান পান্না, সাধারণ সম্পাদক নিশিথ সরকার মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম, মাজাহারুল ইসলাম, সাহিত্যবিষয়ক সম্পাদক কবি এসএম বিল্লাল হোসেন, সদস্য ও উপস্থাপিকা ফাতেমা আক্তার প্রমুখ।
১৬ views