রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
ফুলপুর মহিলা কামিল মাদরাসার সদস্য নির্বাচন সম্পন্ন
আলমগীর ইসলাম ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুর মহিলা কামিল মাদরাসার দাতা ও অভিভাবক সদস্য পদে অনুষ্ঠিত নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এরপর নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। ১৫ ভোট পেয়ে আলহাজ্ব মনির উদ্দিন দাতা সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবেল মিয়া পেয়েছেন ১০ ভোট। আর অভিভাবক সদস্য পদে ১৭৯ ভোট পেয়ে একেএম আইনল হক, ১৭৮ ভোট পেয়ে সেলিম মিয়া ও ১৫১ ভোট পেয়ে আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাইদুল ইসলাম ১৪৬ ও আক্কাছ আলী ১২১ ভোট পেয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিষ্ঠাতা সদস্য আকবর আলী, শিক্ষক প্রতিনিধি আশরাফুন্নাহার, আবু কাউসার ও মাহমুদা খাতুন নির্বাচিত হয়েছেন। অভিভাবক সদস্য নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার ও দাতা সদস্য পদে অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেন। নির্বাচিত এসব সদস্যদেরকে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। উল্লেখ্য, নির্বাচন চলাকালে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান -২ গ্রামাউসের নির্বাহী পরিচালক আব্দুল খালেক, কাউন্সিলর আব্দুল হামিদ, স্থানীয় মুরুব্বি একেএম সিরাজুল হক প্রমুখ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.