শেখ তোফাজ্জেল হোসেন খুলনা সিটি প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
খুলনা যশোর মহাসড়কের পাশে ফুলবাড়ীগেট মীরেরডাঙ্গা পেট্রল পাম্প সংলগ্ন বালুর মাঠে বিশাল কোরবানীর পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয়। কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন করেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন ।খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রুপম ও তরিকুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ খান খোকন, আলহাজ্জ মোড়ল আনিছুর রহমান, সলেমান মুন্সি, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ সাহাবুদ্দিন আহম্মেদ, যোগিপোল ইউনিয়ন আওয়মী লীগের সভাপতি ইউসুফ আলী খলীফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, থানা আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল হাওলাদার, মাষ্টার শাহজাহান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা স.ম বাবর আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোড়ল মুজিবর রহমান, নুরুল ইসলাম, এফ এম জাহিদ হাসান জাকির, ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহদাৎ মিনা, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি রুমা খন্দকার মুন্নি, সাধারণ সম্পাদক অম্বিকা রানি মন্ডল, আবু হেনা বাবলু, খাদ্য কর্মকর্তা রবিউল ইসলাম রবি, মীরেরডাঙ্গা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. নাসির উদ্দিন মোহাম্মাদ হুমাউন, যোগিপোল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাঈদ হাওলাদার আব্বাস, ইউপি সদস্য কাজী শহিদুল ইসলাম পিটো, মো. আরিফ হোসেন, রফিকুল ইসলাম রফিক, আমজাদ হোসেন, শাহ নুরুল ইসলাম, শাহ আমিরুল ইসলাম, সাবেক মেম্বর মো. শহিদুল ইসলাম, হোসেন আলী হাওলাদার। উপস্থিত ছিলেন শ্রমিক লীগ নেতা বায়জিত সরদার, লিয়াকত মুন্সি, সাইফুলু ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মানিক, মাসুম খন্দকার, রবিউল ইসলাম রবি, শেখ তরিকুল ইসলাম, তৈয়বুর রহমান লিটন, নোমানুর রহমান রাজা, আলামিন, মোড়ল আ. গফ্ফার, হানিফ, ছাত্রলীগ নেতা আল আমিন, মঞ্জুরুল আলম মেজবা, রানা, ফয়সাল, হাফিজুল প্রমুখ নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি হুমাউন কবির হুসাইনী। খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন আমন্ত্রীত অতিথিদের নিয়ে ফিতা কেটে ও শান্তির পায়রা উড়িয়ে কোরবানীর পশুর হাটের শুভ উদ্বোধন করেন। এ বারের হাটের বিশেষ বৈশিষ্ট করোনা প্রাদূর্ভাবে প্রবেশদ্বারে হাতধোয়ার ব্যবস্থা, হাটে প্রবেশে মাস্ক ব্যবহার বার্ধতামূলক, বিভিন্ন বাহিনীর সমন্বয়ে পুলিশ ক্যাম্প, মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সুযোগ সুবিধা থাকছে। উদ্বোধনী দিনে প্রথম ক্রেতা ও বিক্রেতাকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। পশুর হাট আগামী ২১ জুলাই পবিত্র ঈদ উল আযহার দিন সকাল পর্যন্ত চলবে।