নিরেন দাস, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী থেকে চুরি হওয়া একটি মাইক্রোবাস জয়পুরহাটের ক্ষেতলালে উদ্ধারসহ পলাশ (১৪) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
আটককৃত, কিশোর পলাশ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শাহাবাজপুর শিয়ালীডাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
ফুলবাড়ি থানা সূত্রে জানা যায়, মাইক্রোবাসটির মালিক ফুলবাড়ী পৌর এলাকার কফিল উদ্দিনের ছেলে মোখলেছার রহমান নবাব। তার তিনটি মাইক্রোবাস প্রতিবেশী দীলিপ এর গ্যারেজে পাকিং করে রাখেন। এর মধ্যে টয়োটা ঢাকা মেট্রো-ছ-১১-২৪৭৬ নম্বর মাইক্রোবাসটির নিয়মিত চালক ওই এলাকার সুমন। চালক সুমনের সহযোগী (হেলপার) ছিলেন কিশোর পলাশ। মাইক্রোবাসটি শনিবার ৭ আগস্ট সকাল ৭ টায় চুরি হওয়ার খবর পেয়ে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেন গাড়ির মালিক।
পরে ক্ষেতলাল থানা থেকে খবর পায় মাইক্রোবাসটিসহ পলাশ নামের এক চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,
কিশোর পলাশ স্বীকার করে যে সে গ্যারেজ থেকে গাড়ীর তালা ভেঙ্গে মাইক্রোবাসটি চুরি করে এবং ওই মাইক্রোবাসে জয়পুরহাট থেকে বগুড়ার দুঁপচাচিয়ার উদ্দেশ্যে একজন যাত্রী নিয়ে যাওয়ার সময় আনুমানিক দুপুর ১২ টায় ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজারে পৌঁছলে ওই চালকের গতিবেগ দেখে তার প্রতি সন্দেহ হয় যাত্রীর।
এসময় মাইক্রোবাসটি থামিয়ে স্থানীয়দের বিষয়টি জানান মাইক্রোবাসের ওই যাত্রী। তখন স্থানীয়রা মাইক্রোবাসটি আটকে রেখে চালক কিশোরী পলাশকে গাড়ীর বিষয়ে জানতে চাইলে সে গাড়ীর কাগজপত্র,ড্রাইভিং লাইসেন্সসহ কিছুই না দেখাতে পাড়লে। তার প্রতি সন্দেহে হলে স্থানীরা থানায় খবর দিলে। খবর পেয়ে পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে চুরি হওয়া মাইক্রোবাসটিসহ চালক কিশোর পলাশকে আটক করে থানায় নেয়া হয়।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বলেন,চুরি হওয়া মাইক্রোবাসটি উদ্ধার করাসহ পলাশ নামে এক চোর চালককে আটক করা হয়েছে,মাইক্রোবাসটির মালিকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি এলে এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
৬ views