আজিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এতিমখানা গুলোতে পরিদর্শনের নামে চাঁদাবাজি করতে গিয়ে পাঁচ প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী । গতকাল (২ জুন) বাকতা ইউনিয়নের তালতলী এলাকায় এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন , শেখ রুবেল, শাহাদত হোসেন আরিফ, , মিনহাজ আহামেদ, কাউসার ও সাদিয়া জান্নাত তমা নামের পাঁচ প্রতারককে থানায় নিয়ে আসে ফুলবাড়ীয়া থানা পুলিশ। এ সময় তাদের থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার জব্দ করে থানা পুলিশ। জানা যায়, তাদের বাড়ী জামালপুর ,সাভার ও বরিশাল । প্রতারকরা অনলাইন জি বাংলা টিভির সাংবাদিক বলে পুলিশের কাছে পরিচয় দিয়েছে। জানা যায়, গত তিন যাবত প্রতারক চক্রটি একটি সাদা রঙের প্রাইভেটকার নিয়ে উপজেলার বিভিন্ন এতিমখানায় যায়। এতিমখানা গুলোতে গিয়ে কোনটায় সমাজসেবা মন্ত্রণালয়ের অডিটি টিম, আবার একটি অনলাইন টিভি’র সাংবাদিক পরিচয় দিয়ে মোটা অংকের চাঁদা দাবী করে। গত সোমবার সন্তোষপুর এতিমখানায় গিয়ে অডিটের নামে ভয়ভীতি দেখিয়ে এক লাখ টাকা দাবী করে। এক পর্যায়ে এতিমখানার সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানের কাছ থেকে ১৫ হাজার টাকা নিয়ে আসে। বুধবার বিকালে বাকতা ইউনিয়নের শ্রীপুর এতিমখানায় গিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবী করলে এতিমখানা কমিটির লোকজন উপজেলা চেয়ারম্যান ও সমাজসেবা কর্মকর্তাকে জানালে, তাঁরা তাদেরকে আটক করতে বলেন। উপজেলা চেয়ারম্যান আ. মালেক সরকার ও সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া ঘটনাস্থলে গিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করলে তাদের প্রতারনার বিষয়টি প্রকাশ পায়। সমাজ সেবা কর্মকর্তা হাসান কিবরিয়া জানান, প্রতারক চক্রটি এতিমখানা পরিদর্শনের সময় তারা গাড়ীতে সমাজসেবা মন্ত্রণালয়ের ষ্টিকার ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে কয়েকটি এতিমখানা থেকে প্রতরণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার জানান, আমার এতিমখানায় গিয়ে অডিটের নামে ১ লাখ টাকা টাকা দাবী করলে বড় ভাইয়ের কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান প্রতারক চক্র আটকের বিষয়টি স্বীকার করে জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।