আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধিঃ-ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের নব নির্বাচিত সভাপতি রাকিবুল হাসান পিয়াশ তার ফেইসবুক আইডি থেকে ইসলামী বক্তা মিজানুর রহমান আযহারীকে নিয়ে প্রশংসামূলক স্ট্যাটাস দেওয়ায়,সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২৬ জুন) জেলা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ ফেনী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে, ফুলগাজী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল হাসান পিয়াশের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। তাই তাকে বাংলাদেশ ছাত্রলীগ ফুলগাজী উপজেলা শাখার সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।বর্তমান ফেনী জেলার নব নির্বাচিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ বলেন, ফেনী জেলা আওয়ামী লীগের নির্দেশে তার বিরুদ্ধে অভিযোগগুলো যাচাই-বাছাই করার পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। জামায়াত সমর্থিত মিজানুর রহমান আজহারীকে নিয়ে তার স্ট্যাটাসের সম্পর্ক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।উল্লেখ্য, গত (২৬ মে) বৃহস্পতিবার ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হলে, সেখানে সভাপতি হিসেবে পদ পেয়েছিলেন রাকিবুল হাসান পিয়াশ। কিন্তু একদিন পরেই তার ফেইসবুক আইডি থেকে মিজানুর রহমান আযহারীর প্রশসামূলক স্ট্যাটাস পাওয়ায় তার পদ স্থগিত করা হয়েছে।তার বিরুদ্ধে অভিযোগ, ২০১৯ সালের ৪ ডিসেম্বর ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে নিয়ে প্রশংসাসূচক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। এছাড়াও দণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীসহ বিভিন্ন সময় সমালোচিত বক্তাদের আলোচনা শেয়ার করার ঘটনা তুমুল ভাইরাল হয়ে যায়। এরপরই জেলা ছাত্রলীগ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রলীগের ফেনী জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে ফুলগাজী উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মো. রাকিবুল হাসান পিয়াশের বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের ফুলগাজী উপজেলা শাখার নবগঠিত কমিটি স্থগিত রাখা হয়েছে। প্রায় একমাস পর (২৬ জুন) ঘটনার সত্যতা পাওয়ায়, পুরোপুরি পদ থেকে অব্যাহতি দেওয়া দেওা হয়েছে।এদিকে বহুবার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ও রকিবুল হাসান পিয়াসের কোন সাড়া মিলেনি।