রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
ফেনীতে এক বছর সাজা এড়াতে পালিয়ে চার বছর
নাছির আহম্মদ ভূঁইয়া (৪৮) নামের এক ব্যক্তি চেক প্রতারনার মামলায় ১ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৪ বছর, কিন্তু শেষ রক্ষা পাইনি সেই ব্যক্তি। শেষ পর্যন্ত ধরা পড়েছেন পুলিশের কাছে।সোমবার (২৬ ডিসেম্বর) রাতে ফেনী শহরের ট্রাংক রোডের একটি বাসা থেকে নাছির আহম্মদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, নাছির সোনাগাজী পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকার বাসিন্দা মকবুল আহম্মেদের ছেলে। তবে নাছির জাতীয় পরিচয়পত্রে নিজেকে নোয়াখালী সদর উপজেলার উজ্জ্বলপুর এলাকার বাসিন্দা হিসেবে উল্লেখ করেছেন।তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো জানা যায়, সোনাগাজী পৌর এলাকায় এক সময় নাছিরের একটি ডায়গনস্টিক সেন্টার ছিল। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্যো, ২০১৮ সালের জানুয়ারিতে উপজেলার সোনাপুর এলাকার স্কুলশিক্ষক সফিকুল ইসলাম চেক প্রতারণার অভিযোগে নাছিরের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। পরে ওই মামলায় নাছিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। তবে কিছুদিন পর নাছির জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। এরপর তিনি আর আদালতে হাজির হননি। একই বছরের ডিসেম্বরে নাছিরকে এক বছরের কারাদণ্ড ও চার লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, নাছিরকে গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদ শেষে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.