আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধিঃ- ফেনীতে প্রায় এক মাস পর আবারো একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ আরটিপিসিআর ল্যাব থেকে ২০ জনের নমুনা পরীক্ষায় কারো করোনা শনাক্ত হয়নি। রেপিড টেস্টে ১জনের শরীরে করোনার লক্ষন পাওয়া যায়।শনাক্ত দাগনভূঞা হওয়া ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুদীপ্ত সাহা জুঁই। তিনি বর্তমানে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।আরো জানা যায়, একই সময়ে ফেনী জেনারেল হাসপাতালে ১৫ জনের রেপিড টেস্ট করা হলেও করোনা শনাক্ত হয়নি। স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো ১২ হাজার ২৩৩ জন।এর মধ্যে মারা গেছেন ১৫৪ জন। জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭৬ হাজার ৮৮৭ জনের। চলতি মাসের ২১ দিনে ১৪৮ জনের নমুনা ও রেপিড টেস্টের জন্য ৪ পরীক্ষায় ১ জনের শরীরে করোনা শনাক্ত হয় ।শুক্রবার (২৪ জুন) স্বাস্থ অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৮৫ জনের। তবে এসময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। গতকাল বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছিল ১ হাজার ৩১৯ জনের।দেশে করোনায় মোট মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনে।বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, বিশ্বে করোনায় মৃত্যু ৬৩ লাখ ৪৭ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন। একই সময়ে ১৩ হাজার ৮৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮৩৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ।ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঞা জানান, হাসপাতালের ১৫০ শয্যার কোভিড ডেডিকেটেড ইউনিট প্রস্তুত রয়েছে। তবে দীর্ঘদিন হাসপাতালে কোন কোভিড রোগী নেই। উপসর্গ দেখা দিলে হাসপাতালে চিকিৎসা নেয়ার আহবান জানান তিনি,ফেনীর সিভিল সার্জন ডা. রফিক উস ছালেহীন জানান, মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি করতে মাইকিং করা হবে। যারা এখনো করোনার বুস্টার ডোজ নেননি তাদের দ্রুত টিকা দেয়ার আহবান জানান।