আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধিঃ- ফেনীর সোনাগাজীতে সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল প্রবাসীর বাড়ি থেকে চেতনা নাশক স্প্রে নিক্ষেপ করে স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গতকাল শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতেরা চেতনানাশক ছিটিয়ে দেওয়ায় ওই প্রবাসীর পরিবারের নারী ও শিশুসহ ১০ সদস্য অসুস্থ হয়ে পড়েন।স্থানীয় এলাকাবাসীরা জানায়, গতকাল রাতে সৌদিপ্রবাসী নুর হোসেনের বাড়িতে হানা দেয় ১৫-১৮ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত। ডাকাতেরা দালান বাড়ির ছাদের দরজা খুলে নিচে নামে। এরপর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষে চেতনানাশক স্প্রে নিক্ষেপ করে বাড়ির লোকজনকে অচেতন করে দেয়।ভুক্তভোগী ইকবাল হোসেন বলেন, তাঁর বাবা ও ছোট ভাই সৌদি আরবে থাকেন। ডাকাতেরা আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ ২০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, লাইট ও কাপড়চোপড়সহ প্রায় ১০ লাখ ২০ হাজার টাকার মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে পালিয়ে যায়। তিনি আরও বলেন, ডাকাতের দেওয়া চেতনানাশক স্প্রের কারণে ১০ জন সদস্য অসুস্থ হয়ে যান। মালামাল লুট করে ডাকাত দলের সদস্যরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে তাঁর জ্ঞান ফিরলে তিনি চিৎকার শুরু করেন। পরে অসুস্থ ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. আবদুল কুদ্দুস বলেন, আজ শনিবার দুপুর পর্যন্ত অসুস্থ ১০ জনের মধ্যে দুজনের জ্ঞান ফিরেছে। সবাই সুস্থ করে তুলতে চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে । পুলিশ ডাকাতি হওয়া মালামাল উদ্ধারসহ ডাকাতদের গ্রেপ্তারের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।