আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধি,ফেনীতে প্রথমদিনে করোনার টিকা পেয়েছে প্রায় সাড়ে ৫ হাজার শিশু। কর্মসূচীর প্রথম দিন মঙ্গলবার (১১ অক্টোবর) ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
সূত্রল জানা যায়, ফেনী জেলায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের মধ্যে করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন টিকা পেয়েছে ৫ হাজার ৪শ ৪৬জন শিশু।ফাইজারের এ টিকার নাম ‘কোমিরনাটি’। প্রতিটি শিশুকে ০.২ মিলি করে ভ্যাকসিন দেয়া হচ্ছে। ৫৬ দিন পর ২য় ডোজ দেয়া হবে। ফেনী জেলায় ৫-১১ বছর বয়সী ২ লাখ শিশুকে করোনার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৩ কর্ম দিবসে এ ক্যাম্পেইন সম্পন্ন করার কথা রয়েছে। ৫ থেকে ১১ বছর বয়সীদের শুধুমাত্র ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদ দিয়ে এ টিকার রেজিস্ট্রেশন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা. রফিক-উস ছালেহীন, বিএমএ ফেনী জেলা সাধারণ সম্পাদক ডা. বিমল চন্দ্র দাস, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আসিফ উদ্দৌলা, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউল আলম।
সিভিল সার্জন ফেনী ডা. রফিক-উস্- ছালেহীন বলেন, জেলার ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুদের টিকার আওয়তায় আনতে হবে। এজন্য সর্বোচ্চ সংখ্যক সুরক্ষা এপ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করে যাতে সকল শিক্ষার্থী টিকার আওতায় আসতে পারে সে ব্যাপারে ফেনী জেলা সাংবাদিক, রিপোর্টার ও মিডিয়া ব্যক্তিত্বদের সদয় দৃষ্টি আকর্ষন করেন।
৪ views