রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ফেনীতে প্রবাসী স্বামীর লাশ দেখেই স্ত্রীর মৃত্যু
আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধিঃ- ফেনী সদর উপজেলার ফরহাদনগরের চরকালিদাস গ্রামে প্রবাসী স্বামী জামাল উদ্দিন (৪৭) এর লাশ দেখার সাথে সাথে স্ত্রী খোদেজা আক্তার (৩৫) এর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত ১০ বছর মজিবুল হকের ছেলে জামাল উদ্দিন (৪৭) মালদ্বীপে থাকতেন। গত ২৩ জুন তিনি মালদ্বীপে কর্মস্থলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।জামাল উদ্দিনের লাশ বাডিতে ঢুকার পর। মরদেহ বাড়িতে আসছে সেই শোকে রাত ৯.০০ টার দিকে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তার স্ত্রী খোদেজা আক্তার। তাৎক্ষণিক তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।অন্যদিকে বাবার লাশ মায়ের মৃত্যু এসব শোকে স্টোক করেছেন তাদের আরেক ছেলে আজহার। বর্তমানে সে ফেনী ডায়বেটিক হাসপাতালে চিকিৎসাধীন আছে। উক্ত ওয়ার্ডের প্রতিনিধি গিয়াস উদ্দিন জানান, গতকাল রাত ১২ টার দিকে জামাল উদ্দিনের লাশ ও আজ সকাল ১১ টায় তার স্ত্রী খোদেজদ আক্তারের লাশ দাফন হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.