শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে ফেনী পৌর আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় নিজাম হাজারী আরও বলেন, সরকারের নমনীয়তাকে বিএনপি-জামায়াত চক্র দুর্বলতা ভেবেছিল। তারা চেয়েছিল ঢাকার নয়াপল্টনে সড়কে ব্যারিকেড দিয়ে ঢাকা শহরকে অচল করে দেবে। তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। সরকারের কঠোর সিন্ধান্তে তারা সেখান থেকে সেরে যেতে বাধ্য হয়েছে। তাদের আর ছাড় নয়, যারাই নৈরাজ্য তৈরি করতে চাইবে তাদের বিরুদ্ধে কঠিন-কঠোর ব্যবস্থা নেবো।
তিনি আরে বলেন, আওয়ামী লীগে বাটপারদের জায়গা নেই। অন্য দল থেকে আওয়ামী লীগে যোগ দেওয়ার দরকার নেই। আমাদের ভাড়াটিয়া লোক দরকার নেই। ২০২৪ সালের জানুয়ারি মাসের নির্বাচনে শেখ হাসিনাকে আবার নির্বাচিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ফেনীর তিনটি আসন শেখ হাসিনাকে উপহার দেব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন বিএনপির সাথে সখ্যতা করে যারা চলে দলে তাদের জায়গা নেই।
ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদ, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।