পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বলেন, দেলোয়ার হোসেন সন্ধ্যায় বাসায় যাওয়ার পথে সরকার দলীয় দুর্বৃত্তরা তার উপর স্বশস্ত্র হামলা চালায়। দুর্বৃত্তরা রামদা ও চাইনিজ কুরাল দিয়ে তার মাথায় কোপ দিয়ে তাকে রক্তাক্ত জখম করে এবং কিল-ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, বিএনপির নেতা-কর্মীদের তালিকা করে আওয়ামী লীগের দুর্বৃত্তরা হত্যার মিশনে নেমেছে। তারা জেলা বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর অব্যাহত রেখেছে। প্রতিটি রক্তকণার বদলা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।