আবুল হাসনাত রিন্টু, ফেনী প্রতিনিধিঃ ফেনীর পরশুরামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শফিকুর রহমান (৪৫) নামের এক বাহরাইন প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চিথলিয়া ইউনিয়নে পশ্চিম অলকা গ্রামে এ ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শফিকুর রহমান উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর সত্যনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে। শফিকুর রহমান গত ১০ জুন ছুটিতে বাহরাইন থেকে দেশে এসেছিলেন।নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা এম শফিকুল হোসেন মহিম বলেন, গত সোমবার দুপুরে পশ্চিম অলকা গ্রামে আলত আলী চৌধুরী বাড়ির পাশে মুহুরি নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এ সময় ওই স্থানে একটি বৈদ্যুতিক খুঁটি পড়ে যায়। বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শফিকের মৃত্যু হয়েছে।অপরদিকে সোমবারের সৃষ্ট বন্যার পানি মঙ্গলবার রাত থেকে কমতে শুরু করেছে। তবে নিচু এলাকাগুলোর মানুষ এখনও পানিবন্দি রয়েছে। উত্তর দৌলতপুর গ্রামের সত্তোরধ বৃদ্ধ হালিমা খাতুন বলেন, ঘরের আঙ্গিনায় এখনও একফুট পানি জমে আছে। চুলা জ্বালানো যাচ্ছে না। গতকাল আমি সামান্য মুড়ি-চিড়া পেলেও আমার বিধবা বউটি কিছুই পায়নি।পানি উন্নায়ন বোর্ড, ফেনীর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, ইতিমধ্যে ফুলগাজীর দরবারপুর ইউনিয়নের বরইয়া বাঁধ মেরামত করা হয়েছে। পানি কিছুটা কমলে বাকি বাঁধগুলো মেরামতে কাজ শুরু হবে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ফেনী পৌত্ত সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী গৌর পদ সূত্রধর বলেন, ফেনীর মুহুরী-কহুয়া-সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের স্থায়ী সমাধানে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ৭ এপ্রিল ৭৩১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় বিশেষ শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। এটির কাজ শুরু হলে এ অঞ্চলের মানুষকে আর কষ্ট করতে হবে। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান জানান, ক্ষতিগ্রস্তদের সরকারি ও বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হলেও অনেক স্থানে ত্রাণের সংকটে রয়েছে বলে জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তালিকা করতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।