রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৬ পৌষ ১৪৩১ | ১৮ জমাদিউস সানি ১৪৪৬
ফেরিঘাটের নামে গাইবান্ধার মানুষের সাথে ভাওতাবাজি
মাইদুল ইসলাম,জেলা প্রতিনিধি গাইবান্ধা: বালাসিতে ফেরিঘাট বাস্তবায়নের নামে গাইবান্ধার মানুষের সাথে ভাওতাবাজি করার অভিযোগ নাগরিক মঞ্চের। বালাসি-বাহাদুরাবাদ ফেরি সার্ভিস চালুর জন্য ১৪৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু জনগণকে ধোকা দিয়ে ফেরির পরিবর্তে চালু করা হয়েছে ফিটনেসবিহীন লঞ্চ। ফলে আশাহত হয়েছে গাইবান্ধার মানুষ, তাদের মনে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।’ গাইবান্ধা নাগরিক মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন বক্তারা। শনিবার বিকেলে বালাসিতে ব্রহ্মপুত্র নদের পাড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দ ছাড়াও এলাকার বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক ও জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- এলাকাবাসীর পক্ষে আকবর আলী সরদার, সমাজকর্মী জাহাঙ্গীর কবীর তনু, গোলাম রব্বানী মুসা, অ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক, জেলা ছাত্রলীগের (জাসদ) সভাপতি রোকনউদ্দৌলা, সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানা, সাঁকোয়া ইপিজেড বাস্তবায়ন মঞ্চের সদস্য সচিব অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী সাগর, নাগরিক মঞ্চের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন অ্যাড. ফারুক কবির।বালাসি-বাহাদুরাবাদ ফেরি সার্ভিস চালুর নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় ও লুটপাটের সাথে জড়িতদের বিচার দাবি করে সমাবেশে বক্তারা বলেন, নদী ড্রেজিংয়ের নামে বালু উত্তোলন করে একটি চিহ্নিত মহল লাভবান হয়েছে।
বক্তারা গাইবান্ধায় পাবলিক বিশ্ববিদ্যালয় ওমেডিকেল কলেজ প্রতিষ্ঠাসহ দ্রুত টানেল নির্মাণ ও সাঁকোয়া ব্রিজ এলাকায় ইপিজিড নির্মাণের দাবি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.