সাব্বির হোসেন শরণখোলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাবাসীর স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। চালু হচ্ছে বলেশ্বর নদীর রায়েন্দা ও মাছুয়া ঘাটে ফেরি চলাচল। সেই স্বপ্ন এখন বাস্তবে রুপ নিয়েছে। এরই মধ্যে রায়েন্দা ও মাছুয়ায় দুটি ঘাটে পল্টনসহ দুইটি ফেরি চলে এসেছে। দুই পাড়েই চলছে ঘাট নির্মানের কাজ। হয়তো কয়েকদিনের মধ্যে ঘাটের কাজ শেষ হলেই আগামী নভেম্বরের ৪তারিখ উদ্বোধন হওয়ার কথা রয়েছে এ ফেরি।এদিকে রায়েন্দা ও মাছুয়ায় ফেরি চলে আসায় আনন্দে দুই উপজেলার মানুষ। ফেরি দেখতে মানুষের উপচড়ে পরা ভিড় নদীর পাড়ে। দীর্ঘ বছরের প্রত্যাশা পূরণে খুশি রায়েন্দা ও মাছুয়াবাসী। তবে প্রসাশনের প্রতি ফেরি তদারকির দাবি স্থানীয়দের। এই ফেরি চালু হলে শীগ্রই রায়েন্দা-বরিশাল বাস চালু হবে। যোগাযোগের পথ সহজ হবে মোংলা, মোরেলগঞ্জ, রায়েন্দা হয়ে মঠবাড়িয়ার। ওদিকে দক্ষিনাঞ্চলের উপজেলা পাথরঘাটা থেকে রায়েন্দা হয়ে সহজেই যেতে পারবে খুলনা ও ঢাকা। এর ফলে তৈরি হবে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন সংযোগ। এতে একদিকে যেমন অর্থনৈতিকভাবে লাভবান হবে তেমনি হবে দুই উপজেলার মিলবন্ধন। তাই এখন বলেশ্বর নদের ফেরি উদ্বোধনের অপেক্ষায় শরণখোলা মঠবাড়িয়া উপজেলার লাখো মানুষ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]