দীর্ঘ ১০ বছর পর ফের পরিচালকের চেয়ারে বসতে চলেছেন বলিউডের অন্যতম সেরা পরিচালক ও প্রযোজক ফারহান আখতার। ২০০১ সালে মুক্তি পেয়েছিল তার প্রথম ছবি ‘দিল চাহতা হ্যায়’। যার ২০ বছর পূর্তি মঙ্গলবার। আর বিশেষ এই দিনেই নিজের টুইটার হ্যান্ডেল থেকে আসন্ন ছবিটির প্রথম ঝলক শেয়ার করেছেন ফারহান।
ফারহান আখতার পরিচালিত আসন্ন ছবিটির নাম ‘জি লে জারা’। যেটি মূলত ‘দিল চাহতা হ্যায়’এবং ‘জিন্দেগি মিলেগি না দোবারা’র মতো তিন বন্ধুর কাহিনীকে ঘিরে। তবে এবার বন্ধু নয় বরং তিন বান্ধবীর কাহিনীকে ঘিরে নির্মিত হবে ছবিটি। যেখানে মূল ভূমিকায় দেখা যাবে প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটকে। টুইটারে আসন্ন ছবিটির ঘোষণা দিয়ে এর ক্যাপশনে ফারহান আখতার লিখেছেন, এবার গাড়ি নিয়ে মেয়েদের বেরিয়ে পড়ার সময়।
ছবিটির রচনা ও পরিচালনা করছেন জয়া আখতার ও ফারহান আখতার। প্রযোজনা করছেন ফারহান আখতার, রিতেশ সিধওয়ানি ও রিমা কাগতির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। আগামী বছর ‘জি লে জারা’র শ্যুটিং শুরু করবেন বলে জানিয়েছেন ফারহান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]