আন্তর্জাতিক ডেস্ক
ভূমধ্যসাগরে বিরোধপূর্ণ এলাকায় তেল-গ্যাস অনুসন্ধানের জন্য ফের তৎপরতা শুরু করেছে তুরস্ক। দেশটির অনুসন্ধানকারী জাহাজ ‘অরুক রিস’ বিরোধীয় অঞ্চলে সোমবার থেকে কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে। এমন পদক্ষেপের ফলে এথেন্সের সঙ্গে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তুর্কি নৌবাহিনী জানায়, অরুক রিস নামের জাহাজ সোমবার থেকে ২২ অক্টোবর পর্যন্ত গ্রিসের দক্ষিণের কাস্তালোরিজো দ্বীপসহ এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে এমন বার্তা মেরিটাইম সতর্ক পদ্ধতি নেভটেক্সকে পাঠানো হয়েছে।
এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝিতে অনুসন্ধানকারী জাহাজ অরুক রেইস’কে একমাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানের পর দেশটির আনাতোলিয়া বন্দরে ফেরত নিয়ে আসে তুরস্ক।
সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিসর ও সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এর পরই তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]