২০১৬ সাল থেকে ব্যবহারকারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ১৩ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে গবেষকদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে মন্দ প্রভাব দূর করতে ব্যর্থ হয়েছে। এর পরই গত মঙ্গলবার ফেসবুক বিপুল এ বিনিয়োগের কথা জানায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানায়, বর্তমানে তাদের প্রতিষ্ঠানে ৪০ হাজার কর্মী নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিয়ে কাজ করছেন, যেখানে পাঁচ বছর আগেও এ বিভাগে কাজ করেছেন মাত্র ১০ হাজার কর্মী। ফেসবুক আরো জানায়, এ বছরের প্রথম ভাগে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি তিন বিলিয়ন ভুয়া অ্যাকাউন্ট আটকে দিতে সহায়তা করেছে। এর পাশাপাশি কম্পানি কভিড-১৯ ও টিকা নিয়ে ২০ মিলিয়নের বেশি মিথ্যা কনটেন্ট সরিয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]