রেদোয়ান হাসান, ঢাকা জেলা প্রতিনিধি : সাভারের রেডিও কলেনি এলাকার বাসিন্দা ওজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ডকলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বিকাশ ইসলাম(২১) তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমফেসবুকে স্ট্যাটাস দিয়ে নদীতে লাফ দিয়ে পড়েআত্মহত্যা করেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বংশীনদীতে তল্লাশী চালিয়ে তার মরদেহ উদ্ধার করেফায়ার সার্ভিস। এরআগে রোববার রাত ৮টারদিকে সাভারের নামাবাজার বংশী নদীতে লাফদিয়ে নিখোঁজ হয়েছিল এই কলেজ ছাত্র।
পুলিশ জানায়, জাহাঙ্গীরনগর বিশ্বিবিদ্যালয়স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষেরশিক্ষার্থী বিকাশ ইসলাম রোববার রাত ৮টারদিকে নিজের ফেসবুকে বাবা-মার কাছে ক্ষমাচেয়ে আত্মহত্যার কথা উল্লেখ করে বংশী নদীরউপরে ব্রীজ থেকে পড়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে পরেরদিন সকালে ফায়ার সার্ভিসেরডুবরি দল বংশ নদীতে তল্লাশী করে তার লাশউদ্ধার করে। এদিকে নিখোঁজ শিক্ষার্থীরএকজোড়া স্যান্ডেল বংশী নদী থেকে উদ্ধারকরে পুলিশ।
ওই শিক্ষার্থী ফেসবুকে লিখেছিলেন, “কৃতজ্ঞতাজানাই আমার পরিবার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আমার প্রিয় মানুষটাকে। আমারকারো প্রতি কোনো ক্ষোভ রাগ অভিমান নাই।যা করেছি বাস্তবতার সাথে তাল না মেলাতেপারার জন্যই করেছি। আমি হেরে গেছি আমিব্যর্থ। অনেক ইচ্ছা ছিল নিজে কিছু করে বাবা-মার সেবা-যত্ন করার। কিন্তু বাস্তবতা আসলেইকঠিন যা অনেকে মেনে নিতে পারে, আবারঅনেকে পারেনা। আমি না পারার দলেইপড়লাম। মা পারলে মাফ করে দিও।”
ওই শিক্ষার্থী সাভারের রেডিওকলোনী এলাকায়মোকছেদ মিয়ার বাড়িতে বাবা মার সাথে ভাড়াথাকতো। সে কুষ্টিয়া জেলার আমান উল্লারছেলে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এফএম সায়েদ বলেন, কি কারণে ওই শিক্ষার্থীফেসবুকে স্ট্যাটাস দিয়ে নদীতে পড়ে আত্মহত্যাকরেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]