জামালপুর সংবাদদাতা \ জামালপুরের বকশীগঞ্জে জন সাধারনের দুর্ভোগ নিরসনে রাস্তা নির্মাণের জন্য প্রায় অর্ধকোটি টাকার ব্যক্তিগত সম্পদ থেকে জমি দান করলেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। ২০ বছর যাবত ওই এলাকাবাসি একটি রাস্তার জন্য দূভোর্গে ছিলেন। বর্ষাকালে হাটুপানি ভেঙ্গে করতে হতো।
চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার এর আগেও তিনি বকশিগঞ্জ পশু হাসপাতাল, মাতৃসদন ও পৌর গোরস্থানের জন্য জমি দান করেছেন।
আজ সকালে বকশিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ তালুকদার আনুষ্ঠানিক ভাবে বকশিগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের হাতে চরকাউরিয়া মৌজার সাড়ে ১৪ শতাংশ জমির দলিল পৌরসভার নামে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার. আ. স.ম জামসেদ খন্দকার, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ আরো অনেকে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]