সামিউল ইসলাম সনি,সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে বুধবার বিকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। থানা পুলিশের সহযোগিতায অভিযানে তিনি সারিয়াকান্দি সদর ইউনিয়নের চর গোসাইবাড়ী গ্রামের নিকট বাঙালি নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন কালে হাতেনাতে ২ জনকে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ প্রদান করেন।আটককৃতরা হলো রামনগর মন্ডল বাড়ী গ্রামের আমিনুর ইসলামের ছেলে স্বাধীন ( ৩০ ) ও কুপতলা আদর্শ পাড়ার সাখাওয়াত হোসেন এর ছেলে আশিদুল ( ৪২ ) ।এর আগে পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সময় বাজারে পণ্যে পাটজাত দ্রব্যের মোড়কের বাধ্যতামূলক ২০১০ ও পাট আইন ২০১৭(১৪) ধারা মোতাবেক শাহ্ সুলতান চাউল ঘরের মালিক ইলিয়াস উদ্দিনের থেকে ১০০০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক গণমাধ্যমকে বলেন, পাট আমাদের দেশের অন্যতম লাভ জনক ফসল। এই পাটের পন্য ব্যবহারের জন্য সরকারের নির্দেশনা সহ আইন রয়েছে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]