নুরে আলম সিদ্দিকী সবুজ, বগুড়া জেলা প্রতিনিধিঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনীর সহযোগী হিসেবে রাজাকার বাহিনীর সদস্যরা অপহরণ, খুন, নারী ধর্ষণ ও অন্যান্য মানবতা বিরোধী কাজে সরাসরি সম্পৃক্ত ছিল। রাজাকার বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ধৃত আসামী মোঃ নাজমুল হুদা উপরোল্লিখিত মানবতাবিরোধী কাজে সরাসরি অভিযুক্ত। এছাড়াও তিনি যুদ্ধকালীন সময়ে জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য ছিলেন। যার ফলে ধৃত আসামীর বিরুদ্ধে কমপ্লেইন্ট রেজিঃ ক্রমিক-৪১ তারিখ ২৪-১০-২০১৪ ইং আন্তজার্তিক অপরাধ ট্রাইবুনাল-১ (বাংলাদেশ) মামলা নং-০৩/১৬ রুজু হয়। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬.০০ ঘটিকায় সিপিসি-৩, বগুড়া, র্যাব-১২ ও র্যাব-২, ঢাকার যৌথ অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাজমুল হুদা (৭২), পিতা- মৃত রইচ উদ্দিন সরকার, সাং- শারিরাম, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা (বর্তমান ঠিকানাঃ- বাসা নং-৪৬, কাজীপাড়া রোড খরতৈল পশ্চিম পাড়া, পো- সাতাইশ ওয়ার্ড নং-৫১, থানা- টঙ্গি, জেলা-গাজীপুর’কে বগুড়া জেলার সদর থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে জিজ্ঞাসাবাদকালে উক্ত ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে।