রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৮ রজব ১৪৪৬
বগুড়ার ছাত্রকে জলাতঙ্ক রোগের চিকিৎসা সহায়তা
পলাশ,স্টাফ রিপোর্টার,দৈনিক শিরোমণিঃ
বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় কুকুরের কামড়ে স্কুল ছাত্র মানিক মিয়া আহত হওয়ার জলাতঙ্ক রোগের ভ্যাকসিন কেনার মানবিক সহায়তার সংবাদ গত ১১ মে অনলাইনে প্রকাশিত হওয়ার পর যে সকল ব্যক্তিগণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মানিকের পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে তারা হলেন, সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া- নগত ২ হাজার টাকা, ১০ কেজি চাউল, পৌর মেয়র মতিউর রহমান মতি- ৫'শ টাকা , খাদ্য গোডাউন কর্তৃক-৫'শ টাকা, মন্ডল ফার্নিচার- ৫'শ টাকা, সেনা সদস্য আরমান হোসেন-৫'শ টাকা, প্রবাসী অরন্য সজীদ- ৪ হাজার টাকা,রবিবার দুপুরে মোট ৮ হাজার টাকা সহ প্রতিবন্ধী কার্ড গোশাইবাড়ি গ্রামের দিনমজুর ও অসহায় খোরশেদ আলমর হাতে তুলে দিলেন , সারিয়াকান্দি অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, এসময় উপস্থিত ছিলেন, জবস টিভির উপজেলা প্রতিনিধি ও অনলাইন প্রেসক্লাবের সদস্য সুমন কুমার সাহা, হেদায়েতুল ইসলাম লিটন, কামরুজ্জামান কমল। এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে জানান, আমার পরিবারকে যারা সহায়তা করেছেন আমি তাঁদের প্রতি কৃতজ্ঞতা সহ দীর্ঘায়ু কামনা করছি ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.