সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা মর্মে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে সারিয়াকান্দিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সরেজমিন গবেষণা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, চেলোপাড়া,বগুড়ার যৌথ আয়োজনে কৃষক সমাবেশ ও মতবিনিময় সভা শনিবার বিকেলে আয়েশা ওসমান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম। সম্মানিত অতিথি'র বক্তব্য রাখেন, প্রধান অতিথির মিসেস, চন্দনবাইশা এলাকার কৃতি সন্তান সড়ক ও সেতু মন্ত্রনালয়ের ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এর নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) সাবিহা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা, খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, গাজীপুর, জয়দেবপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত উপপরিচালক মোঃ এনামুল হকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অধ্যক্ষ ছাদত হোসেন, চন্দনবাইশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুন্নবী হিরো প্রমুখ । এসময় পাবনা, ঈশ্বরদী বিআরআই এর ডাল গবেষণা কেন্দ্র ও আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের পরিচালক ড.মোঃ মহি উদ্দিন,উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম উপস্থিত ছিলেন ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]