![](https://www.shiromoni.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় ৩০ পিচ টেপেন্ডাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যাবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ। ৭নভেম্বর সোমবার বগুড়া পুলিশ সুপার নির্দেশনায়, এএসপি শিবগঞ্জ সার্কেল এর তত্বাবধানে সোনাতলা থানার এসআই নাজিম উদ্দিন, এএসআই রমেন কুমার সাহা, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে নিজ এলাকা থেকে তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার উত্তর সুখানপুকুর গ্রামের ওমেদ আলীর ছেলে. ইয়াজুল ওরফে রিয়াজুল(৪৪),দক্ষিণ চরপাড়া গ্রামের লিমন মন্ডলের ছেলে খোকন মন্ডল (২৯), শিহিপুর গ্রামের মৃত ঠান্ডার ছেলে পুকুরু মিয়া(৩৭),। গ্রেফতারকৃতদের ৮ নভেম্বর মঙ্গলবার পুলিশ স্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।
০ views