রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ৩০ নভেম্বর ২০২৪ | ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
বগুড়ার সারিয়াকান্দিতে অটো চালক মেহেদী হত্যার দায়ে আটক-৩
সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ার সারিয়াকান্দিতে আলোচিত অটো চালক মেহেদী হাসান হত্যার দায়ে তিনজন কে আটক করেছে গোয়েন্দা পুলিশ বগুড়া। এছাড়াও এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা সহ অটো উদ্ধার করা হয়েছে। গােয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি বগুড়া’র ইনচার্জ মােঃ সাইহান লিউল্লাহ’র নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি চৌকস টিম বগুড়া শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত তদন্তে প্রাপ্ত ৩ আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, শাকিব হাসান (২৪), পিতা মৃত মােখলেছার রহমান, মাতা নাজমা খাতুন, সাং নারুলী মধ্যপাড়া সুলতান পট্রি থানা ও জেলা বগুড়া, আপেল প্রাং (২০), পিতা ছালাম প্রাং, মাতা মুগলী বেগম, সাং সাবগ্রাম কুরশাপাড়া, থানা ও জেলা বগুড়া, সােহেল রানা (২৩), পিতা নুর আলম, মাতা বুলি বেগম, সাং নারুলী মধ্যপাড়া (ভাড়াটিয়া), থানা ও জেলা বগুড়া, স্থায়ী সাং কামারপাড়া, থানা ও জেলা গাইবান্ধা। এসময় মেহেদী হাসানের ব্যবহৃত ব্যাটারী চালিত অটো রিক্সা, মেহেদীর ব্যাবহার করা SYMPHONY মােবাইল ফোন এবং ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি বার্মিজ ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ মৃত মেহেদী হাসান (২৫) বগুড়া শহরে ব্যাটারী চালিত অটো চালাইয়া জীবিকা নির্বাহ করতেন । পূর্বেই আসামীগণ অটো রিক্সাটি ছিনতাইয়ের পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মােতাবেক ঘটনার দিন তাহারা পরস্পর যােগসাজসে গত ৩০/১০/২০২১ তারিখ দুপুর অনুমান প্রায় ১২.৩০ ঘটিকার সময় বগুড়াচেলোপাড়াস্থ চাষীপাড়া ব্রিজের উপরে মেহেদী হাসানকে আসামী শাকিব হাসান মােবাইল ফোনে ডেকে আনে। পরে ব্রিজের উপর হইতে আসামী শাকিব হাসান ও আপেল প্রাং মেহেদী হাসানের অটো রিক্সায় উঠে এবং আসামী শাকিব হাসান মােবাইলে আসামী সােহেলের সাথে যােগাযােগ করে সাবগ্রাম বাইপাস মােড় গামী রােডে জাহাঙ্গীরের চা ষ্টলের সামনে হইতে তাকে উঠাইয়া নিয়ে যায়। পরে তাকে সারিয়াকান্দী প্রেম যমুনার ঘাটে অটোরিক্সা রেখে নৌকা যােগে নদী পার হয়ে সারিয়াকান্দি যমুনা নদীর পশ্চিম পার্শ্বে চরে দিঘলকান্দি আমিরুল ইসলাম, পিতা মৃত আনার আকন্দ, সাং দিঘলকান্দি এর ধান ক্ষেতের পশ্চিমে চরে পাথারের নল ঝাড় সংলগ্ন পূর্ব পার্শে ফাঁকা জায়গায় বিভিন্ন আলাপ আলােচনা করতে থাকাকালে উল্লেখিত আসামীগন পূর্ব পরিকল্পনা অনুযায়ী বেলা প্রায় ১৪.৫০ ঘটিকার সময় ধারালাে চাকু দিয়ে মেহেদী হাসানের গলায়, মুখে ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যপুরি ছুড়িকাঘাত করে রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে। হত্যার পর তাহারা মেহেদী হাসানের ব্যবহৃত মােবাইল ফোন ও ব্যাটারী চালিত অটো রিক্সাটি নিয়ে বগুড়ায় চলে আসে। ১নং আসামী শাকিব হাসান শহরের বিভিন্ন স্থানে উক্ত অটো রিক্সটি বিক্রয়ের জন্য চেষ্টা করে। কিন্ত বিক্রি করিতে না পারায় বগুড়া জেলার সদর থানাধীন চকসূত্রাপুর কসাইপাড়া গামী সােলিং রাস্তার পার্শ্বে হইতে ১নং আসামী শাকিব হাসানের দেখানাে মতে ইজিবাইক জব্দ করা হয়। পরবর্তীতে ১নং আসামী শাকিব হাসানকে আরাে ব্যাপক জিজ্ঞাসাবাদে সদর থানাধীন নারুলী মধ্যপাড়াস্থ ভাড়া বাসার টিন সেট ঘরের মধ্যে বালিশের নিচ হইতে আসামীর নিজ হাতে বাহির করিয়া দেয় মৃত মেহেদী হাসানের ব্যবহৃত একটি সিম বিহীন মােবাইল সেট। যাহা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীগণ কুখ্যাত ছিনতাইকারী। প্রকাশ থাকে যে, আসামী মােঃ শাকিব এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডাকাতির প্রস্তুতির ১টি, আসামী আপেল এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি মামলাসহ ০২টি এবং আসামী সােহেল এর বিরুদ্ধে বগুড়া সদর থানায় ডাকাতির প্রস্তুতির ২টি মামলা রহিয়াছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.