রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
বগুড়ার সারিয়াকান্দিতে নৌকা’র নির্বাচনী কার্যালয়ে আগুন
পলাশ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ বগুড়ার সারিয়াকান্দিতে নৌকা মার্কার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়ার অভিযোগ উঠেছে বিদ্রোহী প্রার্থী আব্দুল কাফির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮ টায় সারিয়াকান্দি সদর ইউনিয়নের পারতিত পরল গ্রামে নৌকার প্রার্থী সাহাম্মাত করিমের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। স্থানীয় আব্দুল কুদ্দুস জানান, রাত আনুমানিক ৮ টার দিকে নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন লাগার খবর পেয়ে আমরা দৌঁড়ে এসে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। তারপর তড়িঘড়ি বালতি দিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। সারিয়াকান্দি সদর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক একই গ্রামের শাহজাহান কবির টুটুল বলেন, নৌকার বিদ্রোহী প্রার্থী আব্দুল কাফি মন্ডলের সমর্থকরা নৌকা না পেয়ে হিংসার বশবর্তী হয়ে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। আমি ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি। সদর ইউনিয়নের নৌকার প্রার্থী সাহাম্মাত করিম জানান, অফিসের আগুন নেভানোর সময় সদর ইউনিয়ন আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে আমরা থানায় মামলা করবো। বিদ্রোহী প্রার্থী আব্দুল কাফি মন্ডলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমি বা আমার সমর্থকদের কেউই এ ধরনের ঘটনার সাথে জড়িত না। সারিয়াকান্দি থানা পুলিশ কর্তৃক ঘটানাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে থানার উপ পুলিশ পরিদর্শক(এস আই) রবিউল ইসলাম গণমাধ্যমকে জানান, নৌকার নির্বাচনী কার্যালয়ে আগুন লাগার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.