পলাশ, সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাংলাদেশ কৃষি কর্পোরেশন (বিএডিসি) সমিতি ও উপজেলা কৃষি সম্প্রসারণ এর উদ্যোগে বগুড়ার সারিয়াকান্দিতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১হাজার ৭'শত জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান, হাইব্রিড ভুট্টো,আলু,সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপ-পরিচালক ও বীজ বিপণন কর্মকর্তা কৃষিবিদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, কৃষিবিদ সামছুর জ্জোহা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মমতাজুর রহমান, সাংসদ পুত্র সাখাওয়াত হোসেন সজল, পৌর মেয়র মতিউর রহমান মতি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপ পরিচালক (পাট বীজ) শামিনা পারভিন। বিএডিসি কৃষিবিদ সমিতির পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান বীজ, গম বীজ, হাইব্রিড ভূট্টা বীজ, আলু বীজ এবং সরিষা বীজ বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]