পলাশ,সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ার সারিয়াকান্দি বোহাইল ইউনিয়নের দক্ষিণ শংকর পুর চরে সাহেব আলী (৪৮) নামে লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।সে ওই চরের লোকমান মন্ডলের ছেলে। বাড়ীর আঙ্গিনায় ছাগলের গাছ খাওয়াকে কেন্দ্র করে গত মঙ্গলবার দুপুরে একই গ্রামের আফতাব আলী মন্ডলের ছেলে আবদুল মোমিনের (১৮) লাঠির আঘাতে সাহেব আলী গুরুতর আহত হয়েছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি আহত হলে গত বুধবার রাত ৮ টার দিকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। স্হানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে ওই সাহেব আলীর ছাগল পার্শ্ববর্তী আফতাব মন্ডলের বাড়ীতে একটি গাছ খায়। এই নিয়ে মাঠ থেকে ফিরে এসে দেখে আফতাব মন্ডলের গাছ খাওয়া। এই নিয়ে আফতাব মন্ডল এবং সাহেব আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আফতাবের ছেলে মোমিন সাজরে মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে সাহেব আলী অজ্ঞান হয়ে পরে। এ অবস্থায় তাকে মাদারগঞ্জ হাসপাতালে ভার্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে জামালপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এখানেও অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় ওই রাতে রাতেই ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে অবস্থার আরো অবনতি হলে গতকাল সন্ধায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাত ৪টার দিকে তার মৃত্যু হয়। চন্দনবাইশা তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো: দুরুল হুদা জানান, বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করে পোস্ট মরটেমের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]