নুরে আলম সিদ্দিকী সবুজ সোনাতলা (বগুড়া) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ বগুড়া সোনাতলায় করোনা ও লক ডাউনে অদম্য এস এস সি ২০০৪ ব্যাচ সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্ররা অসহায় মানুষের জন্য ঈদ উপলক্ষে খাদ্য উপহার বিতারন করেন। ১১ মে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সোনাতলা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ হল রুমে ৭০ জন গরিব,অসহায়, কর্মহীন মানুষের মাঝে খাদ্য প্যাকেট বিতারন করেন।প্রতিটি প্যাকেটে চাল ৫ কেজি, আলু ৩ কেজি, চিনি,তেল, লবন, সেমাই, মসুরকালাই, সাবান,দুধ ও মাস্ক দিয়া আছে। এসময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মতিউর রহমান, সাবেগ শিক্ষাক মোঃ এমদাদুল হক, সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম, মোঃ নিপুন আনেয়ার কাজল সভাপতি সোনাতলা প্রেস ক্লাব ও কাউন্সিল ১ নং ওয়ার্ড সোনাতলা পৌরসভা, বাঙ্গালী বার্তার সম্পাদক প্রভাষক মোঃ ইকবাল কবির লেমন। আরো উপস্থিত ছিলেন এস এস সি ২০০৪ ব্যাচের ছাত্ররা ও কর্মহীন অসহায় মানুষ।