পলাশ বগুড়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজি এস পি-৩ প্রকল্পের আওতায় ২০২০/২১ অর্থ বছরের অধীনে ২লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে ২৮ টি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সেলাই মেশিন বিতরণ কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া। ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান রুবেল উদ্দিনের সভাপতিত্বে সেলাইমেশিন বিতরণ পুর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) দেওয়ান আকরামুল হক, উপজেলা ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম নাদির, জনস্বাস্হ্য প্রকৌশল কর্মকর্তা সুলতান মাহমুদ, ইউপি সচিব ফেরদৌস আলম প্রমুখ। এছাড়াও ইউপি সদস্য, সাংবাদিক সহ স্থানীয় সূধীজন উপস্থিত ছিলেন। এর আগে একই প্রকল্পের আওতায় ৭ লাখ ৩ হাজার টাকা ব্যায়ে বাঁশহাটা এবং জোরগাছা এলাকায় ৩১০মিটার দুইটি সিসি ঢালায় রাস্তার কাজ পরিদর্শন করেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]