মোঃ নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া)প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ ‘মুজিব বর্ষের অঙ্গিকার,রক্ষা করব ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় ৪র্থ জাতীয় ভোটার দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে (২ মার্চ) বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্তর প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন সভায় সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাচন অফিসার আশরাফ আলী’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) পপি বেগম,উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুল ইসলাম,যুব উন্নয়ন অফিসার গোলাম সরোয়ার,মৎস অফিসার হাফিজার রহমান প্রমুখ। এ র্যালি ও আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার লিপিকা রানী বসুনিয়া,পরিসংখ্যান অফিসার রাফিউল ইসলাম,থানা সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন বুলু সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরপর স্বাধীনতা সবর্ণ জয়ন্তী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র্যালি শেষে একই স্থানে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।