প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন,বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল বাংলাদেশ হবে উন্নত বিশ্বের সমৃদ্ধ সোনার বাংলাদেশ, এখন নিম্ন আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশ হিসেবে পরিচিতি পেয়েছি।সচেতন অভিভাবক ছাড়া সন্তানদের সফল হওয়া সম্ভব না। বাচ্চাদের সবথেকে বড় বিদ্যালয় তার পরিবার। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আজকের স্মার্ট সিটিজেন তৈরিতে শিক্ষার কোন বিকল্প নেই। তাই আজকের শিশুকে আগামীর বাংলাদেশের দক্ষ নাগরিক করে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাবা-মায়ের ভূমিকা অনেক।শনিবার(১১ মার্চ) মেহেরপুরের মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় নবীন বরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে ও মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার রাফিউল আলম। এসময় মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]