ডেস্ক রিপোর্ট দৈনিক শিরোমণিঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২২(ফুলবাড়ী বি.কে ক্লাষ্টার পর্যায়ে) এর ফাইনাল খেলা গতকাল ১৩ জুন সোমবার বিকাল ৪টায় খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে গাইকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে মহেশ^রপাশা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোমিন ২টি গোল করে সেরা খেলোয়ার নির্বাচিত হয়। একই মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে পল্লীতির্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মহেশ^রপাশা কে.এম সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের মীম সেরা খেলোয়ার নির্বাচিত হয়। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোাল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনালের দুটি খেলা পরিচালনা করেন মো. শহিদুল ইসলাম। এর আগে টুর্ণামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন সহকারী থানা শিক্ষা অফিসার দিপ্পল বিশ^াস। টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগীপোল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও খানাবাড়ী গালর্স হাই স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতি মো. সাজ্জাদুর রহমান লিংকন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আনিসুজ্জামান, মহেশ^রপাশা কে. এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দাউদ অর রশীদ শাওন, খানাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাশিদা আক্তার, ফুলবাড়ী বি.কে ক্লাস্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, পল্লীতির্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আভারাণী, গাইকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজগর আলী, উন্মেষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আকবার আলী, ওযার্ডের মেম্বর মো. মামুন শেখ, খানাবাড়ী ক্লাব ও লাইব্রেরীর সভাপতি আবু হেনা বাবলু ও জাহাঙ্গীর হোসেন হাবু। ফুলবাড়ী বি কে ক্লাষ্টার খুলনা সদরের আয়োজনে টুর্ণামেন্টোর ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি ও খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সাধারন সম্পাদক তৈয়বুর রহমান লিটন এবং সঞ্চালনায় ছিল আত্ম সাহার্য্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে খুলনা সদরের বি.কে ক্লাস্টারের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]